চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে বোমাবাজি, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:২২ এএম, ০১ আগস্ট ২০২১
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের বোমাবাজিতে জিয়ারুল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছোট ভাই টুকু (৫০)।

শনিবার (৩১ জুলাই) রাত আটটার দিকে উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

দুলর্ভপুর ইউপি চেয়্যারম্যান আবদুর রাজিব রাজু বলেন, ‘প্রায় আড়াই মাস আগে পার্শ্ববর্তী পাঁকা ইউনিয়নের তরিকুল ও বাবু গ্রুপের ইয়াবার চালান আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় কিছুদিন আগে ওই দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। তখন মফিজুল নামে একজনকে বোমা মেরে একটি চোখ নষ্ট করে দেয়া হয়। এর জের ধরে শনিবার রাতে আবারও দুই গ্রুপ বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘এতে জিয়ারুল ও টুকু বোমার আঘাতে আহত হয়। এলাকাবাসী তাদের চিকিৎসার জন্য শিবগঞ্জ হাসপাতালে আনার পথেই জিয়ারুলের মৃত্যু হয়। আর তার ভাই টুকুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার রাতে মাদক নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে বোমাবাজির ঘটনা ঘটেছে। এতে জিয়ারুল নামে একজন নিহত হয়েছে ও তার ভাই গুরুতর আহত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুই গ্রুপের বিরুদ্ধেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রওয়ানা দিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হবে।’

সোহান মাহমুদ/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।