ফরিদপুরে কাঁচামরিচের কেজি ১৬০ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৫ আগস্ট ২০২১

দফায় দফায় দাম বাড়ছে কাঁচামরিচের। খুচরা বাজারে ৫০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়। মণ প্রতি বেড়েছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মরিচের জন্য বিখ্যাত ফরিদপুরের বিভিন্ন উপজেলায় এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মধুখালী উপজেলার হাটবাজার থেকে প্রতিদিন ঢাকা, খুলনা ও বরিশালসহ বেশ কয়েকটি এলাকায় মরিচ সরবরাহ করেন ব্যবসায়ীরা। মধুখালীতে গত সোমবার হাটে প্রতি মণ মরিচ পাইকারি দুই হাজার টাকা, মঙ্গলবার সেটি বেড়ে দুই হাজার ৮০০ এবং বুধবার মধুখালী সদর মরিচ হাটে কাঁচামরিচের মণ পাঁচ হাজার ৮০০ টাকায় কেনেন ব্যবসায়ীরা।

উপজেলার মেকচামী ইউনিয়নের বামুনদী গ্রামের মরিচ চাষি উত্তম কুমার রায় বলেন, ‘কয়েকদিন আগে মরিচের দাম অনেক কম ছিল। এতে চাষের খরচ ওঠা নিয়ে চিন্তায় ছিলাম। গত দুই দিনে মরিচের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে।’

মধুখালী মরিচ বাজারের আড়ৎদার মো. আতিয়ার রহমান মোল্যা বলেন, ‘দুই হাজার টাকা মণের মরিচ বৃহস্পতিবার কিনেতে হলো পাঁচ হাজার ৮০০ টাকায়।’

jagonews24

এ ব্যাপারে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলিভির রহমান বলেন, ‘মানিকগঞ্জসহ বেশ কয়েকটি এলাকার মরিচ শেষ হয়েছে। আর মধুখালী উপজেলা কিছু মরিচ অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বছর মধুখালী উপজেলায় দুই হাজার ৬৪০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। গত বছর এ উপজেলায় দুই হাজার ৬৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছিল।’

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।