নিবন্ধনে টাকা নেয়ার অভিযোগে রায়পুরে ৩ স্বাস্থ্যকর্মীকে প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৭ আগস্ট ২০২১

সারাদেশে বিনামূল্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরদের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু লক্ষ্মীপুরের রায়পুরে এক স্বাস্থ্য সহকারী নিজেই দোকান খুলে বসেছেন। ছেলের কম্পিউটার এনে ৫০ টাকা করে জনপ্রতি নিয়ে টিকার জন্য নিবন্ধন করে দিয়েছেন।

এমন অভিযোগে উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবসহ তিনজনকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে তাদের পরিবর্তে টিকাদান কেন্দ্রে নতুন তিনজনকে দায়িত্ব দেয়া হয়।

অভিযুক্ত অন্যরা হলেন-গাজীনগর কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নূরজাহান বেগম ও স্থানীয় পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী চন্দনা রানী নাথ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত সোম, মঙ্গল ও বুধবার স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথ গাজীনগর কমিউনিটি ক্লিনিক ও রমজান আলী পাটোয়ারী বাড়ির ইপিআই টিকাকেন্দ্রে বসে টিকার জন্য নিবন্ধন করান। সেখানে তিনি জনপ্রতি ৫০ টাকা করে কম্পিউটার খরচ নেন। এর মধ্যে যারা টাকা দিতে পারেননি তাদের নিবন্ধন করা হয়নি। এতে তাকে ক্লিনিকের সিএইচসিপি নূরজাহান ও পরিবার কল্যাণ সহকারী চন্দনা রানী নাথ সহযোগিতা করেন।

অভিযোগ তদন্তে বৃহস্পতিবার (৫ আগস্ট) তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বাহারুল আলমকে প্রধান করে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার বেলা ১১টার দিকে অভিযুক্ত তিনজনকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। তাদের পরিবর্তে নতুন তিনজনকে দায়িত্ব দেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন আবদুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিবন্ধনে টাকা আদায়ের ঘটনায় দুই স্বাস্থ্য সহকারীকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। বাকি একজন পরিবার পরিকল্পনা বিভাগের। কর্তৃপক্ষ তাকেও প্রত্যাহার করেছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, রোববার অভিযোগের তদন্ত শেষ হবে। তখন প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, নিবন্ধনের দায়িত্ব জনপ্রতিনিধিদের ছিল। স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব শুধু টিকা দেয়া। যেহেতু ওই তিন কর্মীর বিরুদ্ধে নিবন্ধনের জন্য টাকা নেয়ার অভিযোগ উঠেছে, এজন্য এ কার্যক্রম থেকে তাদের দূরে রাখতেই প্রত্যাহার করা হয়েছে।

কাজল কায়েস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।