শরীয়তপুরে করোনায় প্রাণ গেল আরও ৪ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৮ আগস্ট ২০২১
ফাইল ছবি

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪ জন।

রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল ১১০টি শয্যা রয়েছে। বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনায় নড়িয়া উপজেলার তিনজন ও জাজিরার একজন মারা গেছেন। জেলায় ২৪ ঘণ্টায় ১৭৮টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৮ জন। মারা গেছেন মোট ৬৬ জন। জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ২১৮ জন।

মো. ছগির হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।