করোনা আক্রান্ত প্রতিবন্ধী ব্যক্তিদের অক্সিজেন সেবায় প্রতিবন্ধীরা
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) রোগীর জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন ২৪ ঘণ্টা এ সেবা পাওয়া যাবে। প্রতিবন্ধীদের সংগঠন ‘ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন’র উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) বিকেলে স্বল্প পরিসরে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়।
প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না জানান, সংগঠনটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ করে যাচ্ছে। এই সংগঠনে অন্য সদস্যদের পাশাপাশি প্রতিবন্ধীরাও কাজ করে যাচ্ছেন। দেশে করোনা মহামারিতেও তারা ঘরে বসে নেই। করোনাভাইরাসে আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, অনেক প্রতিবন্ধী ব্যক্তিও করোনায় আক্রান্ত হচ্ছেন। আমরা তাদের অক্সিজেন সেবা দেয়ার উদ্যোগ নিয়েছি। হেল্প লাইনে ফোন করলে বিনামূল্যে তাদের কাছে অক্সিজেন পৌঁছে যাবে।
প্রতিবন্ধীদের এই সেবায় সহায়তা করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন ও জেলা ছাত্রলীগ।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস