চুরির অভিযোগে ছেলে আটক, লজ্জায় বাবার আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৯ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চুরির অভিযোগে ছেলে আটক হওয়ায় সম্মান হারানোর ভয়ে বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ আগস্ট) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ আগস্ট) উপজেলার ছিট পাইকেরছড়া গ্রামের সোনা উল্লাহ মিয়ার (৫০) পুত্র মো. রুবেল মিয়া (১৭) তার সহযোগী কালীরহাট গ্রামের মো. আশিক মিয়া (১৮) ও একই গ্রামের আজিজুল হকের পুত্র সুমন মিয়া (১৮) মিলে বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামের আব্দুল লতিফের পুত্র আলতাফুরের (১৮) একটি বাইসাইকেল চুরি করে বিক্রি করে। রোববার (৮ আগস্ট) দুপুরে চুরির টাকা ভাগাভাগি করা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে বাজারের লোকজন রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় বাইসাইকেল চুরির পাশাপাশি সোনাহাট নতুন ব্রিজ নির্মাণের কাজে ব্যবহৃত দুটি ব্যাটারি ও একটি বৈদ্যুতিক মর্টার চুরির কথাও স্বীকার করে সে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রুবেলকে আটক করে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, এ খবর শুনে মানসম্মান হারানো ও লোকলজ্জার ভয়ে রুবেলের বাবা সোনা উল্লাহ মিয়া রোববার সন্ধ্যায় বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এবং বাবা বিষপান করায় রুবেলকে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল হকের জিম্মায় দেয়া হয়েছে।’

মো. মাসুদ রানা/এফআর/ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।