কাহালুতে ইয়াবাসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১১ আগস্ট ২০২১
প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে ইয়াবাসহ ১৮ মামলার আসামি ছালী বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) দুপুরে মাদক কারবারিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী।

এছাড়া পৃথক অভিযানে রঞ্জু হোসেন (২৮) নামের আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলার সাবরুল গ্রামের আব্দুল আলীমের ছেলে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে এরুলিয়া বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ রঞ্জু হোসেনকে ও পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ ছালী বেগমকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বলেন, ছালী বেগমের বিরুদ্ধে কাহালু থানায় ১৮ মাদক মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।