মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১২ আগস্ট ২০২১

বেনাপোলে মাদকসেবন করায় নিজের ছেলে ময়না ইসলামকে (৩০) পুলিশের হাতে তুলে দিলেন মা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে পৌরসভার ভবেরবেড় গ্রাম থেকে ময়না ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের শুকুর আলীর ছেলে।

ময়না ইসলামের মা জানান, তার ছেলে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকসেবনের পাশাপাশি ব্যবসাও করে। বৃহস্পতিবার সকালে ঘরে বসে মাদকসেবনের প্রস্তুতি নিতে দেখে তিনি নিজে থানায় খবর দেন।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ময়না ইসলামকে আটক করা হয়। এ সময় তার খাটের নিচ থেকে ২০ পিস ইয়াবাও জব্দ করা হয়। আটক ময়না ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।