সেই বৃদ্ধা করোনামুক্ত, মেয়ের কাছে তুলে দিলেন ইউএনও
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার একটি সড়কে পড়েছিলেন চাঁন বানু বিবি (৭০) নামের এক বৃদ্ধা। করোনা আতঙ্কে তার কাছে যাচ্ছিলেন না কেউ। খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন নিজের গাড়িতে করে হাসপাতালে ভর্তি করেন ওই বৃদ্ধাকে।
১২ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে চাঁন বানু বিবিকে তার একমাত্র মেয়ে রহিমা বেগমের কাছে তুলে দিয়েছেন ইউএনও।
গত ৩১ জুলাই সড়কে পড়েছিলেন বৃদ্ধা, হাসপাতালে নিয়ে গেলেন ইউএনও শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়।
বৃদ্ধা চাঁন বানু উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশীখণ্ড গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্লার স্ত্রী। তার কোনো ছেলে নেই। তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন।

প্রসঙ্গত, উপজেলার দাসের জঙ্গল বাজারের পুরাতন মাছের বাজারের গলির পাশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করছিলেন বৃদ্ধা চাঁন বানু। তবে করোনা আতঙ্কে কেউ তার পাশে যাচ্ছিলেন না। ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ৩০ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে গলি থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিজ গাড়িতে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ইউএনও। ৩১ জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন নমুনা পরীক্ষায় চাঁন বানুর করোনা পজিটিভ আসে।
এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিয়া বলেন, করোনা আক্রান্ত ওই বৃদ্ধাকে আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন তিনি সুস্থ।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন বলেন, চাঁন বানু বিবি সুস্থ হয়ে উঠেছেন। তাকে তার মেয়ে রহিমা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। বার্ধক্যজনিত সমস্যার কারণে তার শারীরিক দুর্বলতা আছে। তার মেয়ের সাথে ঢাকায় থাকবেন।
মো. ছগির হোসেন/বিএ/এমএস