ভৈরবে বগি লাইনচ্যুত, তদন্তে ৪ সদস্যের কমিটি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৪ আগস্ট ২০২১

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) রাতে তদন্ত কমিটিতে রেলওয়ের (পূর্বাঞ্চলীয়) সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হককে আহ্বায়ক, সহকারী যন্ত্র প্রকৌশলী মো. মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী (সিগনাল) কাজী ইসলাম উদ্দিন আহমেদ ও সহকারী নির্বাহী প্রকৌশলী জিসান দত্তকে সদস্যরা করা হয়েছে।

jagonews24

এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে তাঁতারকান্দি এলাকায় ময়মনসিংহ-চট্টগামগামী নাসিরাবাদ ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়-। পরে আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের প্রকৌশলীরা চারঘণ্টা চেষ্টা করে বগির চাকা রেললাইনে উঠায়। পরে ট্রেনটি চালু করলে আবারও চাকা লাইনচ্যুত হয়। শেষে সন্ধ্যা ৭টায় বগির চাকাগুলো রেললাইনে উঠানো সম্ভব হয়। এ ঘটনায় প্রায় আটঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

jagonews24]

এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক মোবাইলে বলেন, কী কারণে নাসিরাবাদ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেটি খতিয়ে দেখা হবে। আশা করছি আমরা তিনদিনের মধ্যে রিপোর্ট পেশ করতে পারবো।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।