বেগম জিয়া নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন : তথ্য প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৪ আগস্ট ২০২১

বেগম খালেদা জিয়া নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি নায়িকা হওয়ার জন্য সিলেট থেকে পালিয়ে এসেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

শনিবার (১৪ আগস্ট) বিকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বিতীয় ধাপে সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার চেক তুলে দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। সে হত্যাকারী মাস্টারমাইন্ডদের মরণোত্তর বিচারের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের সহায়তায় আজ পর্যন্ত কোনো সরকার এগিয়ে আসেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা না চাইতেই সাংবাদিক কল্যাণ ট্রাস্টে স্বেচ্ছায় ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। সারাদেশের দেশের সাংবাদিকদের চিকিৎসাসহ নানা সংকটে আর্থিক সহায়তা করে যাচ্ছেন।

জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে এ সময় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, পুলিশ সুপার নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ উপস্থিত ছিলেন। 

এসময় করোনায় ক্ষতিগ্রস্ত জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৫২ জন সাংবাদিককে প্রণোদনার চেক বিতরণ করা হয়।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।