১৬৮০ পিস ইয়াবাসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৭ আগস্ট ২০২১

কুড়িগ্রামের রৌমারীতে ১৬৮০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রৌমারী সদরের গরু হাট থেকে তাদেরকে আটক করা হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে তাদেরকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন-কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর গ্রামের মৃত সোনা উল্লার ছেলে শেখ ফরিদ (৩০), একই গ্রামের মংলা শেখের ছেলে বাবু মিয়া (২৬) ও হাফিজ উদ্দিনের ছেলে দুলাল হোসেন (২২)।

জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও স্কোয়াড লিডার মেজর আশিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে ১৬৮০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মাসুদ রানা/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।