মেয়ের জমানো টাকা রাখতে গেলেন ব্যাংকে, নিলো চোরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৮ আগস্ট ২০২১

জামালপুরে সোনালী ব্যাংকের শাখায় গিয়ে টাকা জমা দেয়ার সময় ছানোয়ারা বেগম (৫০) নামে এক নারীর টাকা চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছানোয়ারা বেগম বলেন, আমার মেয়ের জমানো দেড় লাখ টাকা মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংকে জমা দিতে যাই। এ সময় কৌশলে আমার ব্যাগে থাকা টাকা চুরি করে নিয়ে যায়।

তার ধারণা, দুজন বোরকা পরিহিত নারী ব্যাংকের নিচতলার ক্যাশ কাউন্টারের উত্তর পাশে ঘোরাফেরা করছিল। তারাই টাকাগুলো চুরি করেছে।

সোনালী ব্যাংক জামালপুর শাখার এজিএম মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজে ছানোয়ারা বেগমের সন্দেহভাজন বোরকা পরিহিত ওই দুই নারীকে দেখা গেছে। শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।