কুড়িগ্রামে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৯ আগস্ট ২০২১
নিহত ফরিদুল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফরিদুল (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সোনাহাট ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১৯ আগস্ট) তিন জনকে আটক করা হয়।

নিহত ফরিদুল উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামছুল আলমের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ফরিদুল বাড়ি থেকে বের হয়ে ভূরুঙ্গামারী যাওয়ার সময় শহীদ মোড় এলাকায় পৌঁছালে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ব্রিজগাড় এলাকার কাদের আলীর ছেলে সাইফুর ও তার দুই ভাই সোহেল রানা ও রয়েল রানা তার পথরোধ করেন। পরে তাকে জোর করে সাইফুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বেধড়ক মারধর করা হলে ফরিদুল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্হার অবনতি হলে ফরিদুলকে উন্নত চিকিৎসার জন্য রংপর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত সাইফুর (৩৮), সোহেল রানা (৩৫) ও রয়েল রানাকে আটক করা হয়েছে। তবে কি কারণে ফরিদুলকে মারধর করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মো. মাসুদ রানা/এফআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।