জামালপুরে স্বামীর হাতে স্ত্রী, ভাইয়ের হাতে ভাই খুন
জামালপুর সদরে পারিবারিক কলহের জের স্বামীর হাতে স্ত্রী ও মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিনগত রাত ও শুক্রবার (২০ আগস্ট) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জামালপুর পৌর শহরের পূর্ব নয়াপাড়া এলাকার মৃত মুকছেদ আলী শেখের মেয়ে মুসলিমা বেগম (৩০) ও মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দোরৌহা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (৩৬)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, মুসলিমা বেগমকে বিয়ে করে ঘরজামাই থাকতেন রুবেল (৩৫)। বৃহস্পতিবার দিনগত রাতে পারিবারিক কলহের জের ধরে মুসলিমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে বিছানায় ফেলে তিনি পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা শুক্রবার দুপুরে ঘটনাস্থলে আসেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রুবেল মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদার ছেলে।
অপরদিকে, মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দোরৌহা গ্রামের এনামুল হক তার বাবা আব্দুল মান্নানের কাছ থেকে জমি লিখে নেন। এ নিয়ে তার ছোট ভাই জাকারিয়ার সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে তর্ক-বিতর্কের একপর্যায়ে ভাই এনামুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জাকারিয়া মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মায়নুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এসআর/জিকেএস