সুনামগঞ্জে বেপরোয়া গতির বাস খাদে, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২১ আগস্ট ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী দেবের গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রীবাহী একটি বাস দিরাই যাচ্ছিল। পথে গাগলী দেবের গ্রাম এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী নুরুল হক বলেন, সিলেট থেকে একটি বাস প্রচণ্ড গতিতে আসছিল। চোখের নিমিষেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আমরা স্থানীয়রা ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করি।

শান্তিগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. বাবুল হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আহত অবস্থায় পেয়েছি। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গন্তব্যে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা তাদের পাইনি। বাসটি জব্দ করা হয়েছে।

লিপসন আহমেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।