বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২১ আগস্ট ২০২১

যশোরের বেনাপোল বন্দর থানার ধান্যখোলা গ্রামের বিলপাড়া থেকে ১৫ কেজি গাঁজাসহ লিয়াকত হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিয়াকত ধান্যখোলা গ্রামের কালু মিয়ার ছেলে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি- একজন মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান এনে ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকায় মজুত করেছে। এরপর এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিয়াকতকে হাতেনাতে গ্রেফতার করেন।

গ্রেফতার লিয়াকতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।