শরীয়তপুরে ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২২ আগস্ট ২০২১

বিভিন্ন অনিয়মের অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) সকালে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে ইদিলপুর ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে ১৮ আগস্ট জারি করা স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিষদের প্রকল্প গ্রহণের আগে কোনো সভা না করা, এলজিএসপি প্রকল্প গ্রহণকালে উপকারভোগীদের নিয়ে সভা করার বিধান থাকলেও না করা, প্রকল্পের কাজ ঠিকাদারের মাধ্যমে না করে আত্মীয়র মাধ্যমে করা এবং ২০২১-২২ অনুমোদিত তালিকার বাইরে ১২৫টি ভিজিডি কার্ড অন্তর্ভুক্ত করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারীকে তার স্থায়ী পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইদিলপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার শিকারী বলেন, আমি এখনও কোনো বরখাস্ত হওয়ার কপি পাইনি। লোকমুখে শুনেছি বরখাস্ত করা হয়েছে। তবে কেন করা হয়েছে, সেটা আমি জানি না।

মো. ছগির হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।