কুড়িগ্রামে ধরলার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২২ আগস্ট ২০২১

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অভ্যন্তরীণ তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ অন্য নদীর পানিও বাড়ছে। এতে প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ধান ও সবজিক্ষেত।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ধরলার পানি আরও ১৫ সেন্টিমিটার বেড়ে সেতু পয়েন্টে বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, ধরলার পানি বৃদ্ধি পেয়ে আমার ওয়ার্ডের নদী অববাহিকার রেডক্রস পাড়ার প্রায় ১০০ বাড়ি ও তেলী পাড়ার প্রায় ৪০টি বাড়ি বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়া প্রায় দেড়শ একর জমির ধানসহ সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে।

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাঈদুর রহমান বলেন, এ বছর ধরলার পানি বাড়ায় এরই মধ্যে আমার ইউনিয়নের চর এলাকার প্রায় ১৮টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। কয়েকদিন থেকে আবারও পানি বাড়া অব্যাহত রয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে আমার ইউনিয়নের অনেক পরিবার পানিবন্দি হওয়ার আশঙ্কা রয়েছে।

মো. মাসুদ রানা/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।