গোপালপুর ইউএনওর পরিচয়ে টাকা দাবি প্রতারক চক্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৩ আগস্ট ২০২১
গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিক

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিকের পরিচয়ে মোবাইল ফোনে বিভিন্ন দোকান ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।

এ ঘটনায় রোববার (২২ আগস্ট) দুপুরে ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সর্তকমূলক পোস্ট দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ইউএনওর পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র রোববার সকালে আমার মোবাইলে ফোন দিয়ে ৯ হাজার টাকা দাবি করে। ওই টাকা পাঠানোর জন্য মোবাইল ব্যাংকের নম্বর দেয়। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে আমি ঘটনাটি ইউএনও সাহেবকে জানাই।

অপর একজন ব্যবসায়ী বলেন, রোববার দুপুরে ইউএনওর পরিচয়ে ফোন করে বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাকে অনুদান দেয়া হবে। আপনি নিতে চাইলে দ্রুত ৯ হাজার টাকা পাঠিয়ে কাল অফিস থেকে চেক নিয়ে যাবেন। পরে ঘটনাটি ঊর্ধ্বতনদের অবহিত করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।

এ বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক বলেন, রোববার আমি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিটিংয়ে ছিলাম। পরে মিটিং শেষ করে বের হলে বিভিন্ন জন আমাকে মোবাইল করে বিষয়টি জানায়। সঙ্গ সঙ্গে আমি সবাইকে এ বিষয়ে সর্তক করে দিই।
তিনি আরও বলেন, এ ধরনের কোনো প্রকার চাঁদা বা টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে তাকে জানানোর অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।