বিএসএফ ফেরত দিলেও পাসপোর্টের মামলায় কারাগারে যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৩ আগস্ট ২০২১
আতিয়ার রহমান

অনুপ্রবেশের অভিযোগে আতিয়ার রহমান (৩১) নামে এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আটক হওয়া যুবক লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে।

রোববার (২২ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন তিনি। পরে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বিএসএফ আতিয়ারকে পাথরডুবি ক্যাম্পের বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৬৫ এর কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন আতিয়ার। তিনি বৈধ কাগজপত্র ছাড়া ভারত গিয়েছিলেন। পরে ওই সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ওই রাতেই আতিয়ারকে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সোমবার (২৩ আগস্ট) আতিয়ারের নামে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র ছাড়া ভারতে যাওয়া-আসার চেষ্টা করায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনের ১৯৭৩ এর ১১(১) (ক) ধারায় মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি পাথরডুবি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। পরে তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. মাসুদ রানা/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।