কুড়িগ্রামে আগুনে পুড়লো দোকান-বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৪ আগস্ট ২০২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশু রামেরকুটি গ্রামের মিলনী বাজারে আব্দুর রহমানের ছেলে মমিনুর রহমানের ওয়ার্কশপের দোকান ও বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। মুহূর্তেই আগুন বাড়ি সংলগ্ন ওয়ার্কশপের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় দোকানের মালিক মমিনুর রহমান অগ্নিদগ্ধ হন। তিনি বর্তমানে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

jagonews24

বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, বাড়ি ও দোকান একসঙ্গে হওয়ায় ক্ষতির পরিমাণ একটু বেশি হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমন মিয়া বলেন, খবর পেয়ে আমি নিজে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যাই। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে আনুমানিক সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে এবং সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতিগ্রস্ত মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মো. মাসুদ রানা/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।