পুলিশ সদস্যের রাজকীয় বিদায়
চাকরিজীবন শেষে অবসর নিলেন যশোর পুলিশের অফিস সহকারী সাজ্জাদ হোসেন। তবে তার বিদায়টা হয়েছে স্মরণীয়। সম্মান জানিয়ে, ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে বিদায় জানিয়েছেন সহকর্মীরা। আর এর সবই করা হয়েছে পুলিশের উদ্যোগে।
যশোর পুলিশ সূত্র জানায়, যশোর জেলা পুলিশ থেকে অবসরে যাওয়া সহকর্মীদের আনুষ্ঠানিকতা করে বিদায় জানানো হয়। শুধু তাই নয়, সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে অফিস সহকারী সাজ্জাদ হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। পরে সুসজ্জিত গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এমন সম্মানজনক বিদায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাজ্জাদ হোসেন।

যশোর পুলিশের অফিস সহকারী সাজ্জাদ হোসেন বলেন, চাকরিজীবনের শেষ দিনটায় এমন সম্মানজনক বিদায় আমার সারাজীবনের সুখস্মৃতি হয়ে থাকবে।

এ সময় অতিরিক্ত পুলিশ মোহাম্মদ মুরাদির হোসেন চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিলন রহমান/এসআর/এমকেএইচ