টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৫ আগস্ট ২০২১

টাঙ্গাইলে সদর উপজেলায় সাত বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম উপজেলার আলতাফ প্রামাণিকের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত বছরের একজন প্রতিবন্ধী শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের লেবু বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।