যশোরে করোনায় ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছেন ৭৭ জন। তাদের মধ্যে রেডজোনে ৫৪ জন এবং ইয়েলো জোনে আছেন ২৩ জন।
যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪২৪ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৩১২টি নমুনা পরীক্ষায় ৩৮ জন, খুলনা মেডিকেল কলেজে ১৬ জনের নমুনা পরীক্ষায় একজন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯৬ জনের নমুনা পরীক্ষায় ১১ জন শনাক্ত হন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা ৪৫১। মোট শনাক্ত হয়েছেন ২০ হাজার ৯৫২ জন। আর সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪২০ জন।
মিলন রহমান/ এফআরএম/এএসএম