ভারতে পাচারকালে ৮ কাকাতুয়া উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৫ আগস্ট ২০২১

যশোরের শার্শা সীমান্তে আটটি কাকাতুয়া পাখি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

বুধবার (২৫ আগস্ট) ভোরে রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্প কমান্ডার সুবেদার মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদে জানতে পারি একটি চক্র বাংলাদেশ থেকে কাকাতুয়া পাখি ভারতে পাচারের জন্য সীমান্তে নিয়ে এসেছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করি। তবে কাউকে আটক করা যায়নি। পাখিগুলো খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অফিসে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।