টাঙ্গাইলে যমুনা-ধলেশ্বরী-ঝিনাই নদীর পানি বিপৎসীমার ওপরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২৬ আগস্ট ২০২১

ভারি বর্ষণ ও উজানের ঢলে টাঙ্গাইলে যমুনাসহ তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অন্য নদীর পানিও বাড়ছে। এতে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েকশ পরিবার পানিবন্দি। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমিও।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, দুদিন স্থিতিশীল থাকার পর নদীগুলোর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৭ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি ২৩ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

jagonews24

কালিহাতীর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, ভৈরববাড়ী গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার গত এক মাসে গৃহহীন হয়ে পড়েছেন। ঘরবাড়ি হারিয়ে লোকজন আশ্রয় নিয়েছেন আশপাশের বিভিন্ন এলাকায়। নতুন করে পানি বাড়ায় ইউনিয়নের প্রতিটি গ্রামেই পানি প্রবেশ করেছে। কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

jagonews24

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আহসানুল বাসার জানান, এ পর্যন্ত প্রায় ৩৫ হেক্টর আমন থান পানিতে তলিয়েছে গেছে।

আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।