ম্যাজিস্ট্রেটের কথা শুনে আসেননি বর, কনের বাবার জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৮ আগস্ট ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী। শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম।

স্থানীয়রা জানান, উপজেলার চরফকিরা ইউনিয়নের ওই ছাত্রীর সঙ্গে জেলার মাইজদীর এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ কনের বাড়িতে আসেনি।

fine

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, নিজের দোষ স্বীকার করে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে মুচলেকা দেন কনের বাবা।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।