প্রেমের টানে পালিয়ে আসা তরুণীকে ফেরত পাঠালো বিজিবি, গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৮ আগস্ট ২০২১

যশোরের শার্শা উপজেলার কানাইনগর গ্রামের বাসিন্দা সৌরভ সরকার (২৫)। আত্মীয়তার সুবাধে ভারতের উত্তর ২৪ পরগনায় যাতায়াত ছিল তার। এ সময় সেখানকার বাসিন্দা প্রিয়া কর্মকার (১৯) নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এক পর্যায়ে মেয়েটি কাউকে না জানিয়ে আসেন বাংলাদেশে সৌরভের কাছে।

কিন্তু অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটকের পর ভারতে পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অন্যদিকে প্রেমিকসহ সাত বাংলাদেশিকে পুলিশের মাধ্যমে পাঠানো হয়েছে আদালতে।

৪৯ বিজিবি যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে চৌগাছা সীমান্তের হিজলী বিওপির টহল দল ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকারসহ বাংলাদেশি সাতজনকে আটক করে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১০৭ বিএসএফের উত্তর বয়রা কোম্পানি সদরে তাকে হস্তান্তর করা হয়েছে। প্রিয়া উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার টেংরাইল গ্রামের বাসিন্দা।

এদিকে অবৈধ অনুপ্রবেশে সহায়তাকারী বাংলাদেশি সাতজনের নামে মামলা দিয়ে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এরা হলেন- যশোরের শার্শা উপজেলার কানাইনগর গ্রামের শংকর সরকারের ছেলে সৌরভ সরকার (২৫), একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২), ঝিকরগাছার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হাসেম আলীর ছেলে সুজন (২০), রফিকুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (১৮), একই গ্রামের নোমান হোসেন (২৭), তাদের বহনকারী ইজিবাইকচালক একরামুল (২০), চৌগাছার গদাধারপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে আশ্রয়দাতা আখের আলী (৫৫)।

সৌরভ সরকারের চাচাতো ভাই অরবিন্দ বলেন, ভারতের টেংরা গ্রামে সৌরভের আত্মীয় রয়েছে। সেখানে যাতায়াতের মাধ্যমে প্রিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এর পরে ফোনে কথা চলে তাদের। হঠাৎই কাউকে কিছু না জানিয়ে মেয়েটি বাংলাদেশে এসে সৌরভের কাছে ফোন দেয়। বলে তাকে না নিয়ে গেলে সে আত্মহত্যা করবে। সে কারণেই হয়তো আমার ভাই তাকে নিয়ে এসেছিল।

তিনি দাবি করেন, সীমান্ত এলাকায় এলেই তো আর কেউ অবৈধ হয় না! ভারতীয় মেয়েটাকে ফেরত দেওয়া হলো। কিন্তু আমার ভাইসহ সাতজনকে গ্রেফতার করা হলো।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধপথে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। শনিবার (২৮ আগস্ট) তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

মিলন রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।