নোয়াখালী হাসপাতালের ২৪ ওয়ার্ড ইনচার্জকে একযোগে বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:০৫ এএম, ২৯ আগস্ট ২০২১

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ২৪ জন ওয়ার্ড ইনচার্জকে একযোগে বদলি করা হয়েছে। অভিযোগ রয়েছে তারা এক যুগেরও বেশি সময় ধরে টানা পদে থেকে দায়িত্বহীনতা ও অনিয়মে জড়িয়ে পড়েছেন।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) তার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।

ডা. হেলাল উদ্দিন বলেন, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিয়মানুযায়ী প্রতি দুই বছর পর পর এরূপ রদবদল হওয়ার কথা। কিন্তু আমি এখানে যোগদানের পর ফাইলপত্র দেখে ও খোঁজ-খবর নিয়ে দেখেছি, এখানে কেউ কেউ এক যুগ ধরেও একই জায়গায় কর্মরত রয়েছেন। সে কারণে অধিদপ্তরের পরিপত্রানুযায়ী ২৪ জনকে রদবদল করা হয়েছে।’

চিঠিতে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিয়মানুযায়ী প্রতি দুই বছর পর পর পেশাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে প্রতিটি নার্সের ওয়ার্ড ইনচার্জের কর্মক্ষেত্র পরিবর্তনের নির্দেশনা রয়েছে। কিন্তু জেলার এ হাসপাতালে দীর্ঘদিন ধরে এ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সেসব ওয়ার্ড ইনচার্জরা একই কর্মস্থলে নিজেকে বহাল রেখেছেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, তাদের খারাপ আচরণ ও হেয়ালিপনায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে জেলার সাধারণ মানুষ। শুধু তাই নয়, অসৎ উপায়ে তারা গড়ছেন আলিসান বাড়ি-গাড়ি, ফ্ল্যাটও।

ডিজিএনএম এর স্মারক মোতাবেক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির নির্দেশে পর্যায়ক্রমে ওয়ার্ড ইনচার্জের অব্যাহতি নেয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রেক্ষিতে নোয়াখালী জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দায়িত্ব গ্রহণ করে তত্ত্বাবধায়ক বরাবর রিপোর্ট করতে বলা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।