নোয়াখালীতে ২০ হাজার ছাড়াল করোনা শনাক্ত, মৃত্যু ২২২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:০১ এএম, ৩১ আগস্ট ২০২১
ফাইল ছবি

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১৪ জনে। শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়া একই সময়ে নোয়াখালীতে নতুন করে করোনায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২২ জনে।

সোমবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ৩৪০টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১৮ জন, সুবর্ণচরে একজন, বেগমগঞ্জে ১৭ জন, সোনাইমুড়ীতে আটজন, চাটখিলে পাঁচজন, হাতিয়ায় একজন, সেনবাগে পাঁচজন, কোম্পানীগঞ্জে চারজন এবং কবিরহাটের চারজন।

নোয়াখালীতে মোট করোনা শনাক্তদের মধ্যে সদরের ছয় হাজার ৬৩২ জন, সুবর্ণচরে ৭৩১ জন, হাতিয়ায় ২৮৫ জন, বেগমগঞ্জে তিন হাজার ৬০৪ জন, সোনাইমুড়ীতে এক হাজার ৯৩০ জন, চাটখিলে এক হাজার ৩৩০ জন, সেনবাগে এক হাজার ৪১৩ জন, কোম্পানীগঞ্জে দুই হাজার ২৯৪ জন ও কবিরহাটে এক হাজার ৭৯৫ জন রয়েছেন।

এছাড়া নোয়াখালীতে করোনায় মোট মৃত্যুদের মধ্যে সদরের ৩৯ জন, সুবর্ণচরে ছয়জন, হাতিয়ায় তিনজন, বেগমগঞ্জে ৬৯ জন, সোনাইমুড়িতে ১৬ জন, চাটখিলে ৩০ জন, সেনবাগে ৩১ জন, কোম্পানীগঞ্জে চারজন ও কবিরহাটে ২৪ জন রয়েছেন।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।