নোয়াখালীতে বাল্যবিয়ে বন্ধ, কনের মা-বরের বাবার জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ৩১ আগস্ট ২০২১

নোয়াখালীর সূবর্ণচরে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করে কনের মা ও বরের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার চর ব্যাগা গ্রামের কনের বাড়িতে অভিযান চালিয়ে এ আদেশ দেন সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা।

jagonews24

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, স্থানীয় পাঙ্কার বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে পাশের লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকাজী গ্রামের এক যুবকের বিয়ে ঠিক হয়। বিষয়টি জেনে ইউএনওকে অবহিত করি।

পরে সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা কনের মাকে ১০ হাজার ও বরের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরে কনেকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না বলে দুই পক্ষ থেকে মুছলেকা নেওয়া হয়।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।