সাতক্ষীরায় ১০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:৪২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৫০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩১ আগস্ট) গভীর রাতে কলারোয়া উপজেলার বজ্রবাক্স বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল একই উপজেলার ঘরচালা গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটলিয়ান থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতি জানানো হয়, অপস অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক পাঁচ কিলোমিটার অভ্যন্তরে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থানে অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ৭৩ লাখ টাকা মূল্যের ১০ স্বর্ণের বারসহ মো. মনিরুল ইসলামকে আটক করা হয়। আটক স্বর্ণের ওজন ১০০ ভরি।

আটককৃত মনিরুল ইসলামকে কলারোয়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।