চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু ধর্ষণের অভিযোগে মো. আল আমিন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাতেই অভিযুক্তকে আটক করা হয়। আল আমিন উপজেলার বিশকাটালি গ্রামে দুবাই প্রবাসী আলী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চকলেটের লোভ দেখিয়ে ওই শিশুকে বসতঘরে ডেকে নেন আল আমিন। এসময় ঘরে কেউ না থাকার সুযোগে আল আমিন শিশুকে ধর্ষণ করেন। পরে শিশুটি মায়ের কাছে বিষয়টি বললেলে জানাজানি হয়।

পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত আল আমিনকে আটক করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বুধবার সকালে শিশুর মা মামলা করেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে চাঁদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।