মুক্তিযুদ্ধের সময় লেখা হিসাব খাতা শেখ হাসিনার কাছে হস্তান্তর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:৫২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অন্তিনগর/মেলাঘর ক্যাম্পের হিসাবের খাতা হস্তান্তর করা হয়

মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই)। সে সময় তার নিজ হাতে লেখা অন্তিনগর/মেলাঘর ক্যাম্পের হিসাবের খাতা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনে দাদাভাইয়ে বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী হিসাব খাতাটি হস্তান্তর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরীর ছোট ছেলে ও চিফ হুইপের সহোদর ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

দাদাভাইয়ের বড় ছেলে নূর-ই-আলম চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুদ্ধের সময় অন্তিনগর/মেলাঘর ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়াসহ বিভিন্ন হিসাব আমার আব্বা লিখে রাখেন। ওই খাতা আব্বার হেফাজতেই ছিল। দীর্ঘদিন পর সেই ডায়েরিটি খুঁজে পাওয়া যায়। আজ সংসদ অধিবেশন শেষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

এ কে এম নাসিরুল হক/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।