বজ্রপাত থেকে রক্ষা পেতে এক হাজার তালবীজ রোপণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

বজ্রপাত থেকে রক্ষা পেতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নে ২৫০টি তালগাছের চারা ও এক হাজার তালবীজ রোপণ করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদফতরের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও চট্টগ্রাম প্রকল্পের আওতায় এসব চারা ও আঁটি রোপণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম বলেন, সরকার এলাকার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা ও বীজ রোপণের জন্য তিনি ধন্যবাদ জানান।

jagonews24

বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ভূঁঞা বলেন, তালের মতো বড় বৃক্ষগুলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কাজ করে। এ সময় কৃষির উন্নয়নে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

কর্মসূচি শেষে কৃষকদের নিয়ে জৈব সার নিয়ে প্রশিক্ষণমূলক মাঠদিবস কর্মসূচি পালন করে বেগমগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রেজাউল করিম ভূঁঞা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফিরোজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।