নৌযানের ছাদে পর্যটক নিষিদ্ধ, বন্ধ থাকবে সাউন্ডবক্স-মাইক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১০:২২ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

কাপ্তাই হ্রদে নৌযানের ছাদে পর্যটক পরিবহন নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবহার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। নৌ নিরাপত্তা নিশ্চিতে এ উদ্যোগ নেয় হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনার প্রেক্ষিতে নৌযান মালিক, শ্রমিকদের নিয়ে সভা করে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা যাবে কাপ্তাই হ্রদে না ঘটে সেজন্য পর্যটকদের ছাদ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ বন্ধ এবং শব্দ দূষণরোধে বোটে মাইক, সাউন্ড বক্স নিষিদ্ধ করা হয়েছে।

রাঙামাটি টেম্পু বোট মালিক সমিতির সভাপতি মো. সোলাইমান বলেন, জেলা প্রশাসন যেসব সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানায়।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, নির্দেশনা তদারকিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি নৌ-পুলিশকেও নির্দেশনা দেয়া হয়েছে।

শংকর হোড়/এএইচ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।