৭ অক্টোবর ফেনী সদরে উপ-নির্বাচন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

ফেনী সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর (বৃহস্পতিবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী জানান, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকমের মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। সে প্রেক্ষিতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের এক সভায় শুধুমাত্র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম মৃত্যুবরণ করেন। গত ২৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক আদেশে ভাইস চেয়ারম্যান একে শহীদ খন্দকার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।