ফেনীতে স্কুলমাঠ নষ্ট করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১

ফেনীতে স্কুলমাঠ নষ্ট করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) লস্করহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কর্মসূচিতে ক্রীড়ামোদী, সংগঠকসহ এলাকার শতাধিক যুবক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেয়া একাধিক ক্রীড়াবিদ ও সংগঠক জানান, বিকল্প জায়গা থাকার পরও লস্করহাট এসসি লাহা ইনস্টিটিউশনের মাঠ নষ্ট করে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হচ্ছে। এতে করে মাঠ সংকীর্ণ হয়ে পড়বে।

ক্রীড়া সংগঠক ফাহাদ হোসেন সুমন জানান, মানববন্ধনের মাধ্যমে খেলার মাঠ নষ্ট করে ভবন নির্মাণ না করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছি।

jagonews24

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি জানান, মানববন্ধনের কথা শুনে আমি তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের খেলার মাঠ ও স্কুলভবন দুইটাই প্রয়োজন। আশা করি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হবে।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা জানান, পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবনের কাজ শুরু হয়েছে। নতুন ভবনের আয়তন কিছুটা বেশি হওয়ায় মাঠ থেকে সামান্য হলেও জায়গা কমেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি নিয়ে ঠিকাদারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।