বিদায়ী কনস্টেবলকে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি পাঠালেন সহকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৩৯ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীর চরজব্বর থানার কনস্টেবল আবুল কালাম আজাদকে শেষ কর্মদিবসে ফুলসজ্জিত গাড়িতে বাড়ি পাঠিয়েছেন সহকর্মীরা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চরজব্বর থানা প্রাঙ্গণে সংবর্ধনার মধ্য দিয়ে পুলিশ সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আবুল কালামকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান।

জানা গেছে, আবুল কালামের সাড়ে ৩৮ বছরের চাকরি জীবনের শেষ কর্মস্থল ছিল চরজব্বর থানা। তিনি সদর উপজেলার এওজবালিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার শেষ কর্মদিবসে তাকে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, এই থানায় আসার পর প্রথম কোনো পুলিশ কনস্টেবল অবসরে যাওয়ার সময় বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা ও ফুলসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হলো। বিদায় বেলায় ওই সহকর্মীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।

এমন বিদায়ে কনস্টেবল আবুল কালামও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমার চাকরি জীবনে অনেক জেলায় চাকরি করেছি। বিদায়ক্ষণে চরজব্বর থানার ওসি ও সহকর্মীদের বিদায় সংবর্ধনা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।