ফেনীতে চাপাতিসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

ফেনীতে চাপাতিসহ মো. হাসান শেখ (১৮) ও রনি (২২) নামের কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে শহরের বারাহীপুরের একাডেমি রোড এলাকায় অভিযান চালিয়ে দুটি চাপাতিসহ তাদের আটক করা হয়। পরে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক মো. হাসান শেখ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের আবু শেখের ছেলে এবং মো. রনি চাঁদপুরের দক্ষিণ মতলব উপজেলার চেংরাতলী বাজারের লিটনের ছেলে। তারা ফেনীতে ভাড়া বাসায় থেকে ছিনতাই করতো।

ফেনী র‌্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর উল্লাহ কায়সার/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।