বাড়ির পাশে জমে থাকা পানিতে প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে জমে থাকা পানিতে ডুবে স্বাধীন মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন একই গ্রামের শরিফ মিয়ার ছেলে।
শরিফ মিয়া জানান, বাড়ির পাশে বৃষ্টির পানি আটকা পড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শনিবার সকালে স্বাধীন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্বজনরা তাকে বাড়িসহ আশপাশে খোঁজ নেন। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ওই পানিতে মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ্ উদ্দিন রাসেল জানান, ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমকেএইচ