জীবননগরে ডেঙ্গু রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সাব্বির হোসেন (৮) নামে এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে। সে উপজেলার উথলী গ্রামের লালন হোসেনের ছেলে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাব্বির।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) সাব্বির হোসেনের ডেঙ্গু শনাক্ত হয়। সে জ্বর, মাথাব্যথা এবং ক্ষুধামন্দা নিয়ে হাসপাতালে আসে। পরে পরীক্ষা করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে।

তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্যারাসিটামল এবং এন্টিহিস্টামিনজাতীয় ওষুধ প্রয়োগে ৯০ ভাগ রোগী সুস্থ হয়ে যান।

সালাউদ্দীন কাজল/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।