বড়াইগ্রামে জরাজীর্ণ শ্রেণিকক্ষ নিয়ে উদ্বিগ্ন শিক্ষক-অভিভাবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

স্কুল খোলার ঘোষণায় চিন্তায় পড়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকরা। জরাজীর্ণ শ্রেণিকক্ষে ক্লাস নিয়ে শঙ্কায় পড়েছেন তারা।

স্থানীয় সূত্র জানায়, জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫৫২ জন। পাঠদানের জন্য এ বিদ্যালয়ে তিনটি ভবন রয়েছে। এর মধ্যে দুটি ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে অনেক আগে। অবশিষ্ট ছয় কক্ষের একটি দ্বিতল ভবন রয়েছে। এ ভবনের একটি কক্ষে অফিস ও অন্য কক্ষ বঙ্গবন্ধু কর্নার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের পাঠদান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

Baraigram-Jonail-GPS-P

নজরুল ইসলাম ও আব্দুল মতিন নামের দুই অভিভাবক বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় এর শ্রেণিকক্ষ নিয়ে কারও কোনো মাথাব্যথা ছিল না। স্কুল খোলার ঘোষণায় সবার মধ্যে উদ্বিগ্নতা দেখা দিয়েছে। টিনের ঘরটি অকেজো হয়ে পড়েছে। দোতলার চারটি কক্ষে এতো শিক্ষার্থীকে পাঠদান সম্ভব নয়।

স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শ্রেণিকক্ষ সংকট ও টিনশেড ভবনের জরাজীর্ণ অবস্থার কথা উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার একেএম রেজাউল হক জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রেজাউল করিম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।