যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা, আ.লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর ছাগলনাইয়ায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৫ সেপ্টেম্বর) ফেনীর অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে তিনি মানিকসহ চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশে দেন।

আজিজুল হক মানিক ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ ছাড়াও এ মামলায় তোফাজ্জল হকের ছেলে সাফায়েত ইসলাম রণি, রফিকের ছেলে মো. আজাদ ও আবদুল ওয়াদুদের ছেলে সলিম উল্লাহ শামীমকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

আদালত সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ২০১৯ সালের ৮ ডিসেম্বর সিরাজুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা আবদুল কাদের বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ১৪ মে তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএনএম নুরুজ্জামান ইউপি চেয়ারম্যান মানিকসহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এদিকে ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি মাদক মামলায় চট্টগ্রামের একটি আদালতে জামিন আবেদন করে গ্রেফতার হন আজিজুল হক মানিক। পরদিন ফেনীর পুলিশ তাকে সিরাজ হত্যা মামলায় গ্রেফতার দেখান। পরে জামিনে মুক্ত ছিলেন তিনি।

ফেনীর কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম জিলানী বলেন, মামলার ধার্য দিনে আদালতে উপস্থিত হয়ে আবার জামিন আবেদন করেন আজিজুল হক মানিক। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।