চাঁদপুরে শ্রমিকদের বিক্ষোভ, বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ
চাঁদপুরে শ্রমিক ইউনিয়নের অবহেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাসচালক মিজান মোল্লার মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাস শ্রমিকরা। একই সঙ্গে পৌর বাস টার্মিনালের অবকাঠামোগত সমস্যা নিরসনের দাবিতে বিক্ষোভ করেন তারা।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরে বেলা ১১টা থেকে সব রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন তারা। এসময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন এবং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন।

পরে বিক্ষোভকারীদের শান্ত করতে এগিয়ে আসেন আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।
বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যেন দ্রুত এই সমস্যার সমাধান হয়। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধান করতে শ্রমিকদের অনুরোধ জানান তিনি। পাশাপাশি সব শ্রমিককে শান্ত থাকারও আহ্বান জানান।

রোববার (৫ সেপ্টেম্বর) ভোর ছয়টায় চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চানখার দোকান এলাকায় চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসে থাকা সুমনা নামের একশিশু নিহত হয় এবং গুরুতর আহত হন আরও পাঁচজন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাসচালক মিজান মোল্লাকে দ্রুত ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাস চালকের উন্নত চিকিৎসার জন্য শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে কোন প্রকার সাহায্য সহযোগিতা না করার অভিযোগে বিক্ষোভ শুরু করেন বাস শ্রমিকরা।
নজরুল ইসলাম আতিক/ এফআরএম/এমএস