স্বামীর ‘যৌতুক মামলা’য় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

ফেনীতে স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৬ সেপ্টেম্বর) ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খাঁনের আদালত এ আদেশ জারি করেন। একইসঙ্গে শাশুড়ির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৭ জুন প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার খোকন মিয়ার ছেলে নুরুল ইসলামের সঙ্গে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর কাঠালবিল এলাকার আবু সাঈদের মেয়ে সালাম আক্তারের বিয়ে হয়। বিয়ের পর সালমার নামে যৌতুক হিসেবে ১০ লাখ টাকার এফডিআর অথবা একটি ফ্ল্যাট লিখে দিতে নুরুল ইসলামকে চাপ দেন স্ত্রী ও শাশুড়ি। এতে রাজি না হওয়ায় ঘর থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে সালমা বাবার বাড়ি চলে যান। সেখানে থেকে সালমার নামে যৌতুক হিসেবে এফডিআর অথবা ফ্ল্যাট লিখে না দিলে নুরুল ইসলামকে তালাক দেওয়ার হুমকি দেন।

এ ঘটনায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ফেনীর আদালতে মামলা দায়ের করেন নুরুল ইসলাম। আদালত বিষয়টি তদন্তের জন্য ফেনী মডেল থানাকে নির্দেশ দেন। তদন্তে যৌতুকের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় সোমবার আদালত অভিযুক্ত স্ত্রী সালমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও শাশুড়ি ফরিদার বিরুদ্ধে সমন জারি করেন।

আদালতের বেঞ্চ সহকারী শাহনুর আলম শাহিন স্ত্রী সালমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও শাশুড়ির ফরিদার বিরুদ্ধে সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর উল্লাহ কায়সার/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।