প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা, আসামিদের আপিল নামঞ্জুর
কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের আপিল নামঞ্জুর করেছে আদালত।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিচারক সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মামলার এ রায় ঘোষণা করেন।
এসব আপিল মামলা নিষ্পত্তির জন্য ইতোপূর্বে হাইকোর্টের বেঁধে দেওয়া ২৫ সেপ্টেম্বর সময়ের মধ্যেই রায় ঘোষিত হয়েছে বলে জানিয়েছেন পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ।
মামলা সূত্রে জানা যায়, কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দেয়া রায়ে ৫০ আসামির সবারই বিভিন্ন মেয়াদে সাজা হয়। উক্ত রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল মামলা করেন আসামি পক্ষ।
এরমধ্যে আসামি গোলাম, অ্যাডভোকেট আব্দুস সাত্তার অ্যাডভোকেট আব্দুস সামাদ, জহুরুল ইসলাম, শাহাবুদ্দীন, রকিব ও মনিরুল ইসলাম মামলা করেন।
একই সঙ্গে এসব আসামি দায়রা জজ আদালতে জামিনেরও আবেদন করেন। কিন্তু তাদের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় উক্ত আদশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন।
হাইকোর্ট আসামিদের জামিন না দিয়ে দায়রা জজ আদালতে তাদের দায়েরকৃত ক্রিমিনাল আপিল মামলা ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। সে অনুযায়ী উল্লেখিত চারটি আপিল মামলা সম্প্রতি দায়রা জজ আদালতে দ্রুততম সময়ের মধ্যে শুনানি সম্পন্ন এবং অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের আপিল মামলা বাদে বাকি তিন মামলায় রায়ের জন্য দিন ধার্য করেন আদালত।
এছাড়া অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের মামলাটিতেও তৃতীয় দিনের মতো শুনানির জন্য দিন রাখা হয়েছে বলে জানান তার নিয়োজিত আইনজীবী।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুর ১২টার দিকে তিনি সফর সঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে কলারোয়া বাজারে বিএনপি অফিসের সামনে পৌঁছালে প্রাণ নাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা।
আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম