স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাগির
স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম সাগির নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল হোসেন।
নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ৫০ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পেয়েছেন ৪০ ভোট। অপরদিকে একই প্যানেলের সাইফুল ইসলাম সাগির সাধারণ সম্পাদক পদে ৬০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিদা হাসান পেয়েছেন ৩১ ভোট।
এর আগে সকাল থেকে ১৩ স্থল বন্দরে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯৬ ভোটের মধ্যে অধিক সংখ্যক ভোট পেয়ে সভাপতি-সম্পাদকসহ জাহাঙ্গীর-সাগির পরিষদ পুরো প্যানেলে জয়লাভ করে।
প্রধান নির্বাচন কমিশনার কামাল হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের ১৩ স্থলবন্দরে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগির বলেন, ইউনিয়নের সকল সদস্যর দাবি-দাওয়া কর্তৃপক্ষর কাছে তুলে ধরবেন বলে অঙ্গীকার করেন।
মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম