সালিশে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি আহত
চুয়াডাঙ্গায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর ও শ্বাশুড়ি গুরুতর জখম হয়েছেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার জাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, উপজেলার হায়দারপুর গ্রামের আব্দুল মান্নান (৫০) ও তার স্ত্রী রিক্তা খাতুন (৪৫)।
হাসপাতালে ভর্তি আব্দুল মান্নান জানান, মেয়ে মিম খাতুনের সঙ্গে পাশের জাফরপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেনের বিয়ে হয়। বিয়ের থেকে তাদের মধ্যে ঝামেলা হতে থাকে। কয়েকদিন আগে তাদের আবারও ঝগড়া হয়। ওই সময় মেয়ে মিমকে মারধর করে আরিফ হোসেন। বিষয়টি জানান পর মিমাংসার জন্য বুধবার বিকেলে স্ত্রী রিক্তা খাতুনকে নিয়ে মেয়ের বাড়ি যায়। সেখানে মিমাংসা সালিশের এক পর্যায়ে রাত ৮টার দিকে জামাই আরিফ আমাদের উপর ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করে। পরে পরিবারের অন্যান্য সদস্যরা আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। রিক্তা খাতুনকে যশোরে রেফার্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দীন কাজল/এএইচ/এএসএম